Wellcome to National Portal
Main Comtent Skiped

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহীর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম


Title
Jail
Details

নওগাঁয় মাদকদ্রব্য বহনের দায়ে এক মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় দেন। 

দণ্ডাদেশপ্রাপ্ত আসামি মোছা. মর্জিনা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার হাকিমপুর ক্লাবপাড়ার মো. জহুরুল ইসলামের স্ত্রী। মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সকাল অনুমান ১০টায় নওগাঁর পোরশা উপজেলার সড়াইগাছি নামকস্থানে একটি যাত্রীবাহী বাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তল্লাশি চালায়। এ সময় সন্দেহ হলে ওই বাসের যাত্রী মর্জিনা বেগমের দেহ তল্লাশি করে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তিনি অবৈধভাবে বিক্রির জন্য ওই হেরোইন তাঁর হাত ব্যাগের মধ্যে বিশেষভাবে সংরক্ষণ করে বহন করছিলেন।এ ব্যাপারে পোরশা থানায় একটি মামলা করে আসামি মর্জিনা বেগমকে থানায় সোপর্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মামলাটির তদন্ত সম্পন্ন করে। তদন্ত শেষে পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ আসামী মর্জিনা বেগমের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করে তা বিচারের জন্য আদালতে দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিচারক আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ নগদ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট আব্দুল খালেক এবং আসামি পক্ষে অ্যাডভোকেট শুভ্র সাহা মামলাটি পরিচালনা করেন।

Images
Attachments
Publish Date
19/09/2023
Archieve Date
30/09/2024