Wellcome to National Portal
Main Comtent Skiped

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহীর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম


Title
Arrested
Details

ঘটনার তারিখ ও সময়: ০৬/০৫/২০২৪ ইং সময়: রাত্রি ১০.৩৫ হতে ১১.৩০ ঘটিকা।

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাশিয়াডাঙ্গা গ্রামস্থ মোঃ আশরাফুল ইসলামের মালিকানাধীন মটর গ্যারেজের উত্তর পাশে কাশিয়াডাঙ্গা-আমচত্বরগামী রাজশাহী বাইপাস সড়কের উপর উত্তর পাশে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি নীল ও হলুদ রং এর ট্রাক যার রেজি: নম্বর ঢাকা মেট্রো ট-২৪-৮১৭৫ তল্লাশী করে ট্রাকের কেবিনের ভিতর হেরোইন প্রাপ্ত।

আসামীর নাম ও ঠিকানা: মোঃ জামাল (২০), পিতা- মোঃ তেনু হোসেন, সাং- কানসাট মিলিক বাগানবাড়ী, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ (গাড়িচালক)।

আলামত: ১। একটি খাকি রংয়ের প্লাষ্টিকের ব্যাগের মধ্যে পুরাতন কাপড় দ্বারা মোড়ানো ৫১ (একান্ন)টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে বাদামী বর্ণের হেরোইন, প্রতিটি প্যাকেটে ১০০ (একশত) গ্রাম করে মোট (১০০×৫১)= ৫১০০ গ্রাম বা ৫.১ (পাঁচ দশমিক এক) কেজি, ২। টাটা কোম্পানীর তৈরি একটি পুরাতন নীল ও হলুদ রং এর ট্রাক যার রেজি: নম্বর ঢাকা মেট্রো ট-২৪-৮১৭৫, ৩। কালো পাথর- ১৫১১০ কেজি, ৪। ট্রাকের চাবি- ১টি, ৫। সিমসহ একটি পুরাতন CORN নামীয় বাটন মোবাইল ফোন সিম নম্বর- ০১৭৫৭-১৩৩৮২৯, ৬। একটি পুরাতন Samsung নামীয় ডিসপ্লে নষ্ট টাচ মোবাইল ফোন, ৭। পাথরের চালান সংক্রান্ত কাগজপত্র- ০৩ (তিন) পাতা।

উল্লেখ্য চক্রটি দীর্ঘ সময় ধরে বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছে এমন তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট আসে। তারা বিভিন্ন কৌশলে তাদের ব্যবসা পরিচালনা করছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহীর প্রাপ্ত তথ্য অনুযায়ী বেশ কিছুদিন ধরে তাদের কার্যক্রম ও গতিবিধি মনিটরিং করে আসছিল। সর্বশেষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তথ্য আসে যে চাঁপাইনবাবগঞ্জ থেকে  পাথর বোঝাই একটি ট্রাকে বিপুল পরিমান হেরোইনসহ একজন বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহী অভিমুখে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ০৬/০৫/২৪ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহীর উপপরিচালক জনাব মোঃ আলমগীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ‘ক’ সার্কেল পরিদর্শক জনাব মোঃ রায়হান আহমেদ খান, এএসআই আহমেদ শোভা, এএসআই মোঃ সোহেল রানা, এএসআই মোঃ ইয়াছিন আলী, সিপাই মোঃ আবু হানিফ, সিপাই মোঃ সজীব আলী, সিপাই মোহাম্মদ আলী, সিপাই মোঃ সোহাগ মিয়া ও গাড়িচালক মোঃ সেলিম হোসেনের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে উক্ত রেইডিং টিমের সহযোগিতায় সরকারি পিকআপযোগে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাশিয়াডাঙ্গা গ্রামস্থ মোঃ আশরাফুল ইসলামের মালিকানাধীন মটর গ্যারেজের উত্তর পাশে কাশিয়াডাঙ্গা-আমচত্বরগামী রাজশাহী বাইপাস সড়কের উপর উত্তর পাশে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি নীল ও হলুদ রং এর ট্রাক যার রেজি: নম্বর ঢাকা মেট্রো ট-২৪-৮১৭৫ তল্লাশী করে ১। একটি খাকি রংয়ের প্লাষ্টিকের ব্যাগের মধ্যে পুরাতন কাপড় দ্বারা মোড়ানো ৫১ (একান্ন)টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে বাদামী বর্ণের হেরোইন, প্রতিটি প্যাকেটে ১০০ (একশত) গ্রাম করে মোট (১০০×৫১)= ৫১০০ গ্রাম বা ৫.১ (পাঁচ দশমিক এক) কেজি, ২। টাটা কোম্পানীর তৈরি একটি পুরাতন নীল ও হলুদ রং এর ট্রাক যার রেজি: নম্বর ঢাকা মেট্রো ট-২৪-৮১৭৫, ৩। কালো পাথর- ১৫১১০ কেজি, ৪। ট্রাকের চাবি- ১টি, ৫। সিমসহ একটি পুরাতন CORN নামীয় বাটন মোবাইল ফোন সিম নম্বর- ০১৭৫৭-১৩৩৮২৯, ৬। একটি পুরাতন Samsung নামীয় ডিসপ্লে নষ্ট টাচ মোবাইল ফোন, ৭। পাথরের চালান সংক্রান্ত কাগজপত্র- ০৩ (তিন) পাতা উদ্ধার ও জব্দ করা হয়। উক্ত ট্রাকের চালক আসামী মোঃ জামালকে গ্রেপ্তার করা হয়।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা নিয়ে অধিকতর অনুসন্ধানপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য এই চক্রের অন্যান্য হোতাদেরও নজরদারি রাখা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে যেকোন সময় অভিযান পরিচালনা করা হবে।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে জেলহাজতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহী কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বদ্ধ পরিকর।

Images
Attachments
Publish Date
06/05/2024
Archieve Date
30/11/2025